ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে ফের বন্দরনগরী চট্টগ্রামে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষরা। অনেকেই ছুটি শেষ হওয়ার আগেই ভোগান্তি এড়াতে ফিরে আসছেন।
মঙ্গলবার (১০ জুন) সকালে নগরের বটতলী নতুন রেলস্টেশনে চট্টগ্রামমুখী ট্রেনে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। বেসরকারি চাকরিজীবীদের অনেকে ইতোমধ্যে ছুটি শেষ হওয়ায় তারা রাতের ট্রেনেই চট্টগ্রামে পৌঁছেছেন।
ফেরত আসা এক যাত্রী মহসিন বলেন, “আমার অফিসে শুক্রবার পর্যন্ত ছুটি রয়েছে। কিন্তু ওই সময় ট্রেনে প্রচণ্ড ভিড় হবে বুঝেই পরিবার নিয়ে আগেই ফিরলাম। দুই-একদিন শহরের বিনোদনকেন্দ্রে ঘুরবো, তারপর আবার সেই ব্যস্ত জীবন।”
চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকেও নগরে ফিরতে দেখা গেছে মানুষজনকে। তবে তারা ফিরতি পথে অতিরিক্ত গাড়ি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন।
সকাল থেকে নগরজুড়ে গণপরিবহনের সংখ্যা কিছুটা বাড়লেও যাত্রীসংখ্যা এখনও স্বাভাবিকের তুলনায় কম। রাস্তাঘাট ছিল তুলনামূলকভাবে ফাঁকা, যানজটহীন পরিবেশ উপভোগ করছেন নগরবাসীরা। শহরের বেশকিছু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও এখনও অধিকাংশ মার্কেট বন্ধ রয়েছে। আগামী শনিবার (১৫ জুন) থেকে নগরের সব মার্কেট পুরোদমে খুলে যাবে বলে জানিয়েছে দোকান মালিক সমিতি।
ঈদের পরবর্তী এই কয়েকদিন শহরের পরিবেশ কিছুটা শান্ত হলেও শনিবারের পর থেকে পুরোদমে নগরীর স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরবে বলে ধারণা করা হচ্ছে।
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম জানান, "কক্সবাজার থেকে চিংড়িপোনা চট্টগ্রামে আনার সংবাদ পাওয়ার ভিত্তিতে ফকিরনীর হাট এলাকায় তল্লাশি চা...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম ...