গাজা, ১৬ সেপ্টেম্বর (আলজাজিরা/সংবাদ) ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘ। মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘ তদন্ত কমিশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
৭২ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী সরাসরি এই গণহত্যার জন্য দায়ী। পাশাপাশি ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা এ ধরণের অপরাধে উস্কানি দিয়ে আসছেন বলেও উল্লেখ করা হয়েছে।
তদন্ত কমিশন হত্যাকাণ্ডের ব্যাপকতা, মানবিক সহায়তা প্রবেশে বাধা, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং ফার্টিলিটি ক্লিনিক ধ্বংসের মতো ঘটনা তুলে ধরে গণহত্যার অভিযোগকে সমর্থন করেছে।
জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।