চট্টগ্রামের ফটিকছড়ির হেঁয়াকোতে সরকারি জায়গা দখল-বেদখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও পথচারী।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে দাঁতমারা হেঁয়াকো বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হেঁয়াকো বাজারে সরকারি জায়গা দখল-বেদখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করে উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহার চৌধুরী সমর্থিত ভূজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমীন গ্রুপ। এ সময় সড়ক অবরোধ করলে মহাসড়কের দু’পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলামের আশ্বাসে অবরোধ তুলে নিলেও অল্প সময় পরেই ফের উত্তেজনা দেখা দেয়। নুরুল আমীন গ্রুপের সঙ্গে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর সমর্থিত নাছির উদ্দিন বিপ্লব গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এ সময় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। সংঘর্ষে অন্তত তিনজন আহত হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এই ব্যাপারে জানতে ফটিকছড়ির ভূজপুর থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত জানিয়ে ওসি তদন্তকে ফোন করতে বলেন। পরে ভূজপুর থানার ওসি তদন্তকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।
তবে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের কথা জানিয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী সিটিজিপোস্টকে বলেন, ‘গতকাল এক প্রবাসীর বাড়িতে হামলার ঘটনা নিয়ে আজকে মানববন্ধন করছিল একটি পক্ষ। পরবর্তীতে আরেকটি পক্ষ সেখানে বাঁধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। সেখানে অন্তত ৩ জন আহত হয়েছেন।’
তিনি আরও জানান, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’
সিটিজিপোস্ট/এসএমএফ
১২ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হলে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। তিনি বলেন, রাজনৈতিক কর্মীরা শুধু দলের সম্পদ নয়, দেশেরও সম্পদ। রাজনীতি একটি বিজ্ঞান, যা শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে আত্মস্থ না হলে পূর্ণতা পায় না।শুক্রবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হলে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। তিনি বলেন, রাজনৈতিক কর্মীরা শুধু দলের সম্পদ নয়, দেশেরও সম্পদ। রাজনীতি একটি বিজ...