জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আজ শনিবার (২৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে স্বাগতিক জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে আজিজুল হাকিমের দল।
প্রথমে ব্যাট করে জাওয়াদ আবরার ও মোহাম্মদ আবদুল্লাহর ফিফটিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৪ রান তোলে বাংলাদেশের যুবারা। জবাবে ব্যাট করতে নেমে ৪২.২ ওভারে ১৮৩ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল।
গত ম্যাচে ব্যাট হাতে জয়ের নায়ক সামিউন বাসী এবার বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাঁহাতি স্পিনে মাত্র ১৪ রানে নেন ৩ উইকেট। এছাড়া আল ফাহাদ ও আজিজুল হাকিম নেন ২টি করে উইকেট।
টানা দুটি ম্যাচে জয় তুলে নেওয়ায় বাংলাদেশ এখন সিরিজের শীর্ষে। এর আগে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকেও হারিয়েছিল আজিজুলরা। তিন দলের এই সিরিজে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে তিনবার করে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।
আজকের ম্যাচে পাওয়ার প্লেতে দারুণ সূচনা পায় বাংলাদেশ। প্রথম ১০ ওভারে আসে ৭০ রান। ওপেনার রিফাত বেগ ৩৫ বলে ৩১ রান করে আউট হলেও জাওয়াদ আবরার খেলেন ৬৩ বলে ৮২ রানের দারুণ এক ইনিংস, যাতে ছিল ১২টি চার ও ১টি ছক্কা।
মিডল অর্ডারে ব্যাটারদের ব্যর্থতার মাঝেও ধীরস্থির ব্যাটিংয়ে ৬৪ বলে ৫৪ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ। এছাড়া দেবাশিস দেব করেন ৩৬ বলে ২৪ রান।
জবাবে জিম্বাবুয়ে ভালো শুরু করলেও ৭২ বলে ৫৩ রান করা ওপেনার নাথানিয়েল লাবানগানা আউট হলে ভাঙে প্রতিরোধ। এরপর ব্রেন্ডন সেনজেরে ২৩ বলে করেন ২৬ রান। বাকিরা কেউই দাঁড়াতে পারেননি বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে।
আগামী ৩১ জুলাই পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
সিটিজি পোস্ট/ এসএইচএস