নাজিরহাট কলেজকে সরকারি করণের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টার প্রাজ্ঞাপন জারি

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২২ সেপ্টেম্বর, ২০২৫

নাজিরহাট কলেজকে সরকারি করণের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টার প্রাজ্ঞাপন জারি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট কলেজকে সরকারিকরণের অনুমোদন দিয়েছে সরকার। রোববার (২১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

২১ সেপ্টেম্বর ২০২৫ প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মীর তায়েফা সিদ্দিকার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, হাটহাজারী উপজেলার নাজিরহাট কলেজকে সরকারিকরণের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে কলেজটি সরকারি করার ঘোষণায় স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। দীর্ঘদিন ধরে কলেজটি সরকারি করার দাবি জানিয়ে আসছিলেন তারা।

নাজিরহাট কলেজ সরকারি হওয়ার ফলে এ অঞ্চলের উচ্চশিক্ষার প্রসার ও মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সবাই।

নাজিরহাটা কলেজ সরকারি করণের বিষয়ে নাজিরহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দীন ছিদ্দিকী (শাহীন) বলেন, “চিঠির বিষয়ে আমি জেনেছি। তবে এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। যেহেতু এটি ডাকযোগে প্রেরণ করা হয়েছে, তাই অচিরেই হাতে আসবে বলে আশা করছি।”

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর