আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীতে মোট ২৭ হাজার ৬৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ হয়নি এমন মন্তব্য প্রায়ই শোনা যায়। কিন্তু বাস্তবে নির্বাচন পূর্বেই পুলিশে ১৫ হাজার ৮৫১ জন, বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন এবং আনসারে ৫ হাজার ৫৫১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া কারা অধিদপ্তরে ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিসে ২০৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি জানান, র্যাবে নতুন সদস্য নেওয়া হয়েছে এবং কোস্টগার্ডেও নৌবাহিনী থেকে জনবল যোগ করা হয়েছে। সব মিলিয়ে এগুলো নতুন নিয়োগ, যা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সম্পন্ন হয়েছে।
কোন কোন পদে নিয়োগ দেওয়া হয়েছে এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের কনস্টেবল ও এসআই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এসপির ক্ষেত্রে নতুন কোনো নিয়োগ নেই। বিজিবি ও আনসারে কনস্টেবল পর্যায়েই নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বেশিরভাগই নতুন পদ সৃজন করা হয়েছে, পাশাপাশি কিছু শূন্য পদেও নিয়োগ দেওয়া হয়েছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৭ আগস্ট, ২০২৫
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম এবার ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরে পরিচালনার অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ চার দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।এর আগে যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় এ কার্যক্রম পর...
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম এবার ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরে পরিচালনার অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ চার দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র ম...