বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচন, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও কৃষি সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ভ্যান বোমেল বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি নেদারল্যান্ডসের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল এ সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে এবং নেদারল্যান্ডস এই মিশনকে সক্রিয়ভাবে সমর্থন করছে।
আলোচনায় পানি ব্যবস্থাপনা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও গুরুত্ব দেওয়া হয়। বন্যা নিয়ন্ত্রণ ও নিম্নাঞ্চল রক্ষায় নেদারল্যান্ডসের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ দীর্ঘদিন উপকৃত হচ্ছে বলে স্মরণ করিয়ে দেন ড. ইউনূস।
এছাড়া কক্সবাজারে আশ্রিত প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর সহায়তায় বাড়তি সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সমর্থন আহ্বান করেন। তিনি জানান, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন থেকে মানবিক সহায়তার জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত ভ্যান বোমেল রোহিঙ্গা সংকটের জরুরি সমাধানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, বিষয়টি আরও আন্তর্জাতিক মনোযোগের দাবিদার। তবে বৈশ্বিক বিভিন্ন ভূ-রাজনৈতিক সংকটের কারণে মনোযোগ কিছুটা সরে গেছে।
সাক্ষাৎকালে সরকারের জ্যেষ্ঠ সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
১৯ সেপ্টেম্বর, ২০২৫
আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে দেশে আবারও সয়াবিন ও পাম তেলের দাম বাড়াতে চাইছে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। ভোজ্যতেল পরিশোধনকারী ও বিপণনকারীরা প্রতি লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।রবিবার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবে বাণিজ্য মন্ত্রণালয়।বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোস...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে দেশে আবারও সয়াবিন ও পাম তেলের দাম বাড়াতে চাইছে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। ভোজ্যতেল পরিশোধনকারী ও বিপণনকারীরা প্রতি লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।রবিবার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে ...