মেয়েদের ফুটবলে জয়যাত্রা চললেও অনূর্ধ্ব–১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে এসে হোঁচট খেল বাংলাদেশ। ভুটানকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করা লাল–সবুজের কিশোরীরা দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ২–০ গোলে পরাজিত হয়েছে।
শুক্রবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখায় ভারত। ১৪ মিনিটে পার্ল ফার্নান্দেজের গোলেই এগিয়ে যায় তারা। প্রথমার্ধে কয়েকটি সুযোগ পেয়েও সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেললেও ভারতের রক্ষণভাগে গিয়ে থেমে যায় সব প্রচেষ্টা। ৭৬ মিনিটে বনিফিলিয়া শুল্লাইয়ের ভলিতে ব্যবধান দ্বিগুণ হয়। শেষ পর্যন্ত ২–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
এই জয়ে টানা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে গেল ভারত। অন্যদিকে, ভুটানকে হারিয়ে ভালো শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়ে পিছিয়ে গেল প্রতিযোগিতায়।
রাউন্ড রবিন লিগে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল (রোববার) নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।