আগামী ১২ অক্টোবর নির্বাচনের ভোট গ্রহণ
আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে। আজ ২৮ আগস্ট বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে তফসিল ঘোষণা করেন চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। তিনি বলেন, "নির্বাচনের মোট খসড়া ভোটার ২৫ হাজার ৭৫২ জন। আগামী সোমবার এ তালিকা প্রকাশ করা হবে। এরপর আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানানো যাবে। এরপর ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।"
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন হয়েছিল ১৯৭০ সালে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, কয়েক দফা সংঘর্ষ এবং অনুকূল পরিবেশ না থাকায় দীর্ঘ সময় ধরে নির্বাচন বন্ধ ছিল।
এত দিন ধরে চাকসুর ভবনটি ছাত্র সংসদের কার্যক্রমের বদলে ক্যান্টিন ও কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হয়েছে। কর্মচারীদের সন্তানদের বিয়েসহ নানা অনুষ্ঠানও এখানে হয়েছে। ক্ষোভে গত ১ জুলাই শিক্ষার্থীরা ভবনের নামফলকের ওপর ‘জোবরা ভাতের হোটেল ও কমিউনিটি সেন্টার’ লেখা ব্যানার ঝুলিয়ে দেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে নয়টি অনুষদে ৪৮টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউট রয়েছে, শিক্ষার্থী সংখ্যা ২৮ হাজার ৫১৫।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর। মনোনয়ন জমা নেওয়া শুরু হবে ১৫ সেপ্টেম্বর এবং চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ সেপ্টেম্বর। যাচাই–বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটা। চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে ২৫ সেপ্টেম্বর।
তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার, সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, ও আইন অনুষদের ডিন অধ্যাপক জাফর উল্লাহ তালুকদারসহ প্রমূখ।
সিটিজি পোস্ট/ এসএইচএস