নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে ইতিবাচকভাবে দেখলেও জুলাই সনদ চূড়ান্তের আগে এ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এ প্রতিক্রিয়া জানান। এ সময় উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীনসহ অন্যান্য নেতারা।
লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগী শহীদদের উদ্দেশ্য ছিল বিচার ও সংস্কার প্রতিষ্ঠা। সেই লক্ষ্যেই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশন গঠন করে। ঐকমত্য কমিশনে এনসিপি গণপরিষদ নির্বাচনের দাবি তোলে, অন্য দলগুলোও গণভোট ও সংবিধান সংস্কারের মতো প্রস্তাব দেয়।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আগেই ঘোষণা দিয়েছিলেন, ২০২৬ সালের রমজানের আগে নির্বাচন হতে পারে। কিন্তু জুলাই সনদকে আইনি ভিত্তি না দিয়েই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জনগণের প্রত্যাশা ও সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ।”
এনসিপি নেতারা বলেন, নির্বাচন আয়োজন রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য জরুরি হলেও জুলাই সনদের আইনি ভিত্তি দ্রুত তৈরি করতে হবে। অন্যথায় ভবিষ্যতে সংকট তৈরি হলে তার দায় সরকারকেই নিতে হবে।
সংবাদ সম্মেলনে ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উপজেলা পর্যায়ের কর্মসূচি ঘোষণা করা হয়। যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল জানান, প্রথম ধাপে দেশের আট বিভাগ ও কুমিল্লা অঞ্চলের ২৫টি উপজেলায় ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর চার দিনব্যাপী এ কর্মসূচি পালিত হবে।
মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমরা জেলায় জেলায় মানুষের সঙ্গে কথা বলেছি। এখন উপজেলা পর্যায়ে গিয়ে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিগুলো পৌঁছে দিতে চাই।”