মাঠে লিওনেল মেসির ছায়াসঙ্গী হিসেবে পরিচিত রদ্রিগো ডি পল এবার ক্লাব ফুটবলেও মেসির পাশে খেলবেন। শনিবার (২৬ জুলাই) মেজর লিগ সকার (এমএলএস) দল ইন্টার মায়ামি ঘোষণা করেছে, স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে এক বছরের ধারে দলটিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।
তবে বিশ্বকাপের ঠিক এক বছর আগে তুলনামূলক কম প্রতিযোগিতামূলক লিগে নাম লেখানোয় ডি পলকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
আর্জেন্টিনার প্রভাবশালী গণমাধ্যমগুলোতে ঘুরছে প্রশ্ন—জাতীয় দল থেকে ধীরে ধীরে সরে দাঁড়ানোর ইঙ্গিত কি দিচ্ছেন তিনি?
বিশ্লেষক ও সাংবাদিক আলেহান্দ্রো ফ্যাব্রি মন্তব্য করেছেন, “ডি পল কি তাহলে ক্লাব পর্যায়ে নিজের অধ্যায় শেষ করে এখন শুধু আরামদায়ক পরিবেশে খেলার সিদ্ধান্ত নিচ্ছেন?” আর্জেন্টাইন দৈনিক দায়ারিও ওলে জানিয়েছে, “বন্ধু মেসির পাশে থাকতে মায়ামিকে বেছে নিয়েছেন ডি পল।”
ইন্টার মায়ামিতে এর আগে যুক্ত হয়েছেন লিওনেল মেসি ও থিয়েগো আলমাদা। এবার তৃতীয় বিশ্বকাপজয়ী হিসেবে ডি পলও যুক্ত হলেন মায়ামির স্কোয়াডে।
আজ এফসি সিনসিনাতির বিপক্ষে ম্যাচে মেসির গ্যালারি সঙ্গী হিসেবেও তাকে দেখা গেছে।
৩১ বছর বয়সী এই মিডফিল্ডার অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে ১৮৭ ম্যাচে ১৪ গোল ও ২৬ অ্যাসিস্ট করেছেন। তার বিদায়ের পর ক্লাব থেকে শুভকামনা জানানো হলেও, অনেক সমর্থক সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন—“আর ফেরার দরকার নেই।”
নতুন যাত্রা নিয়ে আত্মবিশ্বাসী ডি পল বলেছেন, “ইন্টার মায়ামি এমন একটি ক্লাব, যেখানে প্রতিযোগিতা, শিরোপা আর ইতিহাস গড়ার সুযোগ আছে। আমি এখানে এসেছি ইতিহাস গড়তেই।”
তবে তার এই সিদ্ধান্ত নিয়ে ভক্তদের মধ্যে বিভক্ত মত। কেউ বলছেন বিশ্বকাপের আগে নিজের ছন্দে থাকার জন্যই সহজ প্রতিপক্ষের লিগে যোগ দিচ্ছেন, আবার কেউ এটিকে ক্যারিয়ারের পড়ন্ত অধ্যায় হিসেবে দেখছেন।