ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে চালু হওয়া নারী মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বাধ্যবাধকতা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়।
সরকারি এক বিবৃতিতে জানানো হয়, শেখ হাসিনার সরকারের আমলে জারি করা প্রটোকল নির্দেশনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নারী ঊর্ধ্বতনদের ‘স্যার’ সম্বোধন করতে বাধ্য করা হতো। বিবৃতিতে বলা হয়, "এই নির্দেশনা ছিল অদ্ভুত ও বিতর্কিত এবং সামাজিক-প্রশাসনিক প্রেক্ষাপটে এটি বেমানান ও অস্বস্তিকর।"
প্রটোকল ও সম্বোধন সংক্রান্ত পূর্বের নির্দেশনাগুলোর পুনর্মূল্যায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্য ফওজুল কবির ও সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে এ কমিটি আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট প্রটোকল পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব উপস্থাপন করবে।
সরকারি বার্তায় আরও জানানো হয়, এখনো অনেক দপ্তর ও দাফতরিক পরিবেশে নারী কর্মকর্তাদের 'স্যার' সম্বোধন করা হচ্ছে, যা গণতান্ত্রিক চেতনা ও লিঙ্গসমতার নীতির সঙ্গে সাংঘর্ষিক।
বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনের ভেতরে ও বাইরে সমালোচনা চলছিল। নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বিষয়টি সামাজিকভাবে ‘অসম্পূর্ণ লিঙ্গ সচেতনতা’র প্রতিফলন হিসেবে বিবেচিত হয়ে আসছিল। বিভিন্ন নারী সংগঠন এবং অধিকারকর্মীরা এটি পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন।
উপদেষ্টা পরিষদের বৈঠকে শেখ হাসিনা সরকারের সময় জারি হওয়া অন্যান্য প্রটোকল নির্দেশনাও পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রক্রিয়ায় প্রশাসনিক ভাষা ও আচরণবিধির একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক সংস্করণ প্রণয়ন করা হবে।
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...