ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি আর কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচনে ব্যবহার করা হবে না—এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত অষ্টম কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, “ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। জাতীয় নির্বাচন তো বটেই, স্থানীয় সরকারের যেকোনো নির্বাচনেও আর ইভিএম ব্যবহার করা হবে না।”
সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটের সুযোগ দিতে নতুনভাবে চালু করা হচ্ছে পোস্টাল ব্যালট পদ্ধতি। এ বিষয়ে সানাউল্লাহ বলেন, “প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট হবে, যেভাবে আগে ব্যালট পাঠানো হতো। তবে এবার ভোটারদের আইটি সাপোর্টসহ অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।”
তিনি আরও জানান, প্রবাসীদের জন্য পৃথকভাবে ভোটার নিবন্ধন প্রকল্প হাতে নিচ্ছে নির্বাচন কমিশন, যার মাধ্যমে তারা আগাম রেজিস্ট্রেশন করে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...