দাখিল পরীক্ষায় পাসের হার ৬৮.০৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৬ জন

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১০/৭/২০২৫, ১০:৫১:২২ PM

দাখিল পরীক্ষায় পাসের হার ৬৮.০৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৬ জন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের দাখিল পরীক্ষায় গড় পাসের হার ৬৮ দশমিক ০৯ শতাংশ। এ বোর্ডে এ বছর মোট ৯ হাজার ৬৬ জন পরীক্ষার্থী সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ অর্জন করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।


চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ।

ফলাফলে দেখা যায়, এবারও ছাত্রীরা পাশের হারে ছেলেদের থেকে এগিয়ে। ছাত্রীর পাসের হার ৭১.০৩ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। টানা ১০ বছর ধরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ছাত্রীদের এই এগিয়ে থাকার ধারা অব্যাহত রয়েছে।

এই বছর দেশের ১১টি বোর্ডে মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। সেই হিসাবে জিপিএ-৫ অর্জনকারীর সংখ্যা কমেছে প্রায় ৪৩ হাজার।

ক্যাটাগরি:
জাতীয়

জাতীয় ক্যাটাগরি থেকে আরো

আর কোনো নির্বাচনে ইভিএম নয়, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট চালু করবে ইসি

আর কোনো নির্বাচনে ইভিএম নয়, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট চালু করবে ইসি

১০ জুলাই, ২০২৫

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি আর কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচনে ব্যবহার করা হবে না—এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা নেও...