রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য অতিরিক্ত সম্পদ সংস্থান করা সম্ভব নয়।
সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারে আয়োজিত ‘স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
সংকট সমাধানে ড. ইউনূস সাত দফা কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, “রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক মানবিক সংকট। এর সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি।”
কক্সবাজারের হোটেল বে ওয়াচে আয়োজিত এ সংলাপে অংশ নেন কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, বৈশ্বিক সংস্থার প্রতিনিধি এবং রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যরা।
সরকার জানিয়েছে, এ সংলাপ থেকে প্রাপ্ত প্রস্তাব ও বক্তব্য আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় সম্মেলনে উপস্থাপন করা হবে। নিউ ইয়র্কে আয়োজিত ওই বৈঠকে প্রায় ১৭০টি দেশের প্রতিনিধির অংশগ্রহণের কথা রয়েছে। সেখানে রোহিঙ্গাসহ মিয়ানমারের অন্যান্য নিপীড়িত জনগোষ্ঠীর দুর্দশা গুরুত্ব সহকারে আলোচিত হবে।
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে সাড়ে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগেই উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে বসবাস করছিল আরও চার লাখ রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারের কুতুপালং বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে পরিণত হয়েছে।
জাতিসংঘ সে সময় রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাযজ্ঞকে “জাতিগত নিধনের ধ্রুপদী উদাহরণ” হিসেবে অভিহিত করে। যুক্তরাষ্ট্র সরকারও একে “গণহত্যা” বা জেনোসাইড হিসেবে স্বীকৃতি দিয়েছে।
২৫ আগস্ট, ২০২৫
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন করে ২৫ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মো. লুৎফর রহমান। তিনি এতদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি...
২৫ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন করে ২৫ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মো. লুৎফর রহমান। তিনি এতদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়...