নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে র্যাব (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) বিলুপ্ত করার অঙ্গীকার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
দলীয় ইশতেহারের ৬ নম্বর ধারায় এনসিপি জানিয়েছে, জনবান্ধব ও পেশাদার আইনশৃঙ্খলা বাহিনী গঠনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, “আমরা র্যাব বিলুপ্ত করবো। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনৈতিক স্বার্থে এবং মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহারের প্রবণতা বন্ধ করতে আইনি কাঠামো তৈরি করা হবে।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বা কোনো ওয়ারেন্ট ছাড়াই তুলে নিতে পারবে না। পুলিশ ও অন্যান্য বাহিনীর বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করব।”
এনসিপি’র ইশতেহারে আরও বলা হয়, পেশাগত প্রয়োজন ছাড়া কোনো পুলিশ সদস্য দায়িত্ব পালনের সময় সাদাপোশাকে থাকতে পারবে না। সব সময় ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করা হবে।
এছাড়া, সহিংস অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচারহীনতার সংস্কৃতি দূর করাই আমাদের অঙ্গীকার।”
জাতীয় নাগরিক পার্টি আরও জানিয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা, গুম-খুন, বিচারবহির্ভূত হত্যার মতো ইস্যুগুলো তারা প্রাতিষ্ঠানিকভাবে সমাধানের উদ্যোগ নেবে।
এই ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে এনসিপি জাতীয় রাজনীতিতে একটি মানবাধিকারকেন্দ্রিক ও জবাবদিহিমূলক প্রশাসনিক সংস্কারের প্রতিশ্রুতি তুলে ধরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...