কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করতে পারলে জনপ্রতি পাঁচ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ। বুধবার দুপুরের পর থেকে ওয়ারলেস বার্তার মাধ্যমে এ ঘোষণা প্রচার করা হয়।
ঘোষণার একটি অডিও বার্থা সিটিজিপোস্টের হাতে এসেছে। সেখানে শোনা যায়, “কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল বা সংগঠনের মিছিল থেকে একজনকে ধরতে পারলে ৫ হাজার টাকা, দুজনকে ধরতে পারলে ১০ হাজার টাকা। এভাবে যিনি যতজন ধরতে পারবেন তত গুণ টাকা পুরস্কার প্রদান করবেন পুলিশ কমিশনার।”
প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ১০ মে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ছাত্র-জনতা টানা কর্মসূচি চালায়।
দীর্ঘদিন নীরব থাকলেও সম্প্রতি আওয়ামী লীগের প্রকাশ্য কার্যক্রম বেড়েছে। বিশেষ করে ঢাকার বিভিন্ন স্থানে দলটির ঝটিকা মিছিল এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের কর্মীদের সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, মূলত এসব ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে দলটির কর্মীরা নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ইতোমধ্যে এমন কয়েকটি ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সিটিজিপোস্ট/জেউ