ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে খেলছেন না মেহেদী হাসান মিরাজ। পরিবারের পাশে থাকার জন্য বিসিবির কাছে ছুটি চেয়ে নিয়েছেন টাইগার অলরাউন্ডার।
এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য দুই সপ্তাহ আগে প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ৬ আগস্ট থেকে দল প্রস্তুতি শুরু করে এক সপ্তাহের ফিটনেস ক্যাম্প শেষে মিরপুরে হয় তিন দিনের স্কিল ট্রেনিং সেশন। আজ (১৯ আগস্ট) সিলেটে যাবে দল, যেখানে হবে বাকি প্রস্তুতি।
ঘোষিত ২৫ সদস্যের দলে মিরাজের নাম থাকলেও ওয়ানডে অধিনায়ক সিলেট ক্যাম্পে যোগ দিচ্ছেন না। জানা গেছে, তার স্ত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। এ কারণে তিনি স্ত্রীর পাশে থাকতে চান। বিসিবিও বিষয়টি অনুমোদন দিয়েছে। ফলে নেদারল্যান্ডস সিরিজের পুরো সময়টা ছুটিতে থাকবেন তিনি।
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৯ আগস্ট। এর আগে ২৬ আগস্ট ঢাকায় পৌঁছাবে ডাচরা।