চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজ হওয়ার দুই দিন পর নয়ন কুমার নাথ (২৯) নামে এক যুবকের ঝুলন্ত রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মুক্তা পুকুরপাড় এলাকার একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজ হওয়ার দুই দিন পর নয়ন কুমার নাথ (২৯) নামে এক যুবকের ঝুলন্ত রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মুক্তা পুকুরপাড় এলাকার একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নয়ন কুমার নাথ দক্ষিণ মুরাদপুর গ্রামের কালাচাঁদ বাড়ির বাসিন্দা বাবুল চন্দ্র নাথের ছেলে। তিনি সীতাকুণ্ড বাজারের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।
তবে, পরিবারের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।নয়নের বাবা বাবুল চন্দ্র নাথ জানান, "ছেলের কিছু পাওনাদারের সঙ্গে লেনদেন ছিল। মঙ্গলবার পাওনাদারদের একজন নয়নকে টাকা পরিশোধের জন্য চাপ দিলে নয়ন তার মায়ের ৩ ভরি স্বর্ণালংকার বন্ধক দিতে চায়। গয়না হাতে নিয়েই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সেদিনই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।"
তিনি দাবি করেন, “আমার ছেলেকে মেরে রক্তাক্ত করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আত্মহত্যা করলে এভাবে রক্তাক্ত অবস্থায় লাশ পাওয়া যেত না।”
বাবুল আরও বলেন, “আমার তিন সন্তানের মধ্যে এক ছেলে আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, মেয়েটি বিবাহিত। নয়ন ছিল একমাত্র ভরসা। তাকেও বাঁচতে দিল না।”
স্থানীয়দের সন্দেহম এটি আত্মহত্যা নয় বরং নির্যাতনের পর হত্যা। স্থানীয় বাসিন্দারাও আত্মহত্যার অভিযোগ মানতে নারাজ। তারা জানান, “নয়নের শরীরে আঘাতের চিহ্ন ছিল। এটি সুস্পষ্টভাবে একটি হত্যাকাণ্ড। তাকে নির্যাতন করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।”
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন, “নয়ন কুমার নাথের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। তবে, প্রাথমিকভাবে তদন্ত চলছে।”
পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে পুলিশ জানায়, "পরিবারের অভিযোগ ও স্থানীয়দের বক্তব্যকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে। নয়নের গলায় ফাঁসের দাগ, শরীরের আঘাতের চিহ্নসহ অন্যান্য আলামত খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হবে।"
১৮ জুলাই, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা। এ সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে মনোয়ারা বেগম (৪৩) নামে এক নারীকে আটক করা হয়েছে।র্যাব-৭ এর পতেঙ্গা ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে রায়পুর ইউনিয়নের মো. আনোয়ার মাঝির বাড়িত...
১৮ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
১৭ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা। এ সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে মনোয়ারা বেগম (৪৩) নামে এক নারীকে আটক করা হয়েছে।র্যাব-৭ এর...