কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ হাসিনা (৩৫) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (১৮ জুলাই) রাতে ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা আব্দুস সালামের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ক্যাম্পের এফ ব্লকে আব্দুস সালামের বসতঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে বাড়ির ভেতর থেকে আব্দুস সালামের স্ত্রী হাসিনাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নারীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সিটিজি পোস্ট/এইচএস
১৯ জুলাই, ২০২৫
চট্টগ্রাম মহানগরীতে ৪৬৪১টি পুকুরের মধ্যে প্রায় অর্ধেক, অর্থাৎ ২৩৯০টি পুকুরই ভূমিদস্যুদের দখলে রয়েছে। এছাড়া, প্রশাসনের নাকের ডগায় নতুন করে মোহরা এলাকার সেলিমের পৈতৃক বাড়ির একটি পুকুর দিনরাত ভরাট করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে, যা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ পরিবেশ সু...
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
চট্টগ্রাম মহানগরীতে ৪৬৪১টি পুকুরের মধ্যে প্রায় অর্ধেক, অর্থাৎ ২৩৯০টি পুকুরই ভূমিদস্যুদের দখলে রয়েছে। এছাড়া, প্রশাসনের নাকের ডগায় নতুন করে মোহরা এলাকার সেলিমের পৈতৃক বাড়ির একটি পুকুর দিনরাত ভরাট করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে, যা বন্ধে কার্যকর কোনো ...