মাদরাসাকে অবমাননাকর ইঙ্গিতের জের
চট্টগ্রামের হাটহাজারী মাদরাসাকে অবমাননাকর ইঙ্গিত করার প্রতিবাদে হাটহাজারীতে সড়ক অবরোধের পাশাপাশি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় এই ঘটনার প্রেক্ষিতে আগামীকাল বিকেল পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে হাটহাজারীর শান্তি শৃঙ্খলা রক্ষায় আগামীকাল রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল তিনটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে দেয়া এক আদেশে এ কথা জানানো হয়।
এর আগে শনিবার সাড়ে ৮টার দিবে জুলুস ফেরতদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাদরাসার সামনে অশালীন অঙ্গভঙ্গি করে ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনায় আরিয়ান ইব্রাহীম (২০) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ সন্ধ্যা ৭টার দিকে জশনে জুলুস থেকে ফেরার পথে ফটিকছড়ি পৌরসভা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাটহাজারী মাদারাসার সামনে দাঁড়িয়ে তোলা অশালীন ভঙ্গির ছবি শনিবার ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগ যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর মাদরাসা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাদরাসা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের শান্ত থাকতে আহ্বান জানায়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত আদেশে বলা হয়, আমি মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হাটহাজারী, চট্টগ্রাম আমার ওপর অর্পিত ক্ষমতাবলে পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারী পর্যন্ত রাস্তার উভয় পাশে এবং তৎসংলগ্ন এলাকায় আজ ৬ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ৭ সেপ্টেম্বর বিকেল ৩ টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার আদেশ জারি করলাম।
উক্ত সময়ে উল্লিখিত এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশিয় অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করলাম।
সিটিজিপোস্ট/এসএমএফ
১২ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হলে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। তিনি বলেন, রাজনৈতিক কর্মীরা শুধু দলের সম্পদ নয়, দেশেরও সম্পদ। রাজনীতি একটি বিজ্ঞান, যা শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে আত্মস্থ না হলে পূর্ণতা পায় না।শুক্রবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হলে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। তিনি বলেন, রাজনৈতিক কর্মীরা শুধু দলের সম্পদ নয়, দেশেরও সম্পদ। রাজনীতি একটি বিজ...