২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্য আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রোববার, ২৭ জুলাই, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ আপিল শুনানির জন্য কার্যতালিকায় রাখা হয়েছে।
এর আগে গত ১৭ জুলাই শুনানি শুরু হলেও নির্ধারিত ২৪ জুলাই তারিখে তা অনুষ্ঠিত হয়নি। আজ সেই শুনানির ধারাবাহিকতা অনুযায়ী মামলাটি ফের শুনানির জন্য তোলা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট একটি আলোচিত রায়ে বিচারিক আদালতের দেওয়া সাজা বাতিল করে আসামিদের খালাস দেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে এ রায় দেওয়া হয়।
এই রায়ের পর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করতে ‘লিভ টু আপিল’ করে, যা গত ১ জুন মঞ্জুর হয়। এরপর ১৫ মে থেকে শুরু হয় মূল আপিল শুনানি।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের নারী সমাবেশে গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং আহত হন শতাধিক নেতাকর্মী। হামলার সময় শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
রাষ্ট্রপক্ষের দাবি, এটি ছিল একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড, যার পেছনে বিএনপি-জামায়াত সরকারের উচ্চপর্যায়ের যোগসূত্র ছিল। আর আসামিপক্ষ শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছে।
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...