যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছে বাংলাদেশ সরকার।
রবিবার (২৭ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ কক্ষে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
সচিব জানান, বোয়িংয়ের এই ব্যবসা সরাসরি যুক্তরাষ্ট্র সরকার করে না, এটি পরিচালনা করে একটি বেসরকারি কোম্পানি।
বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “আমরা বোয়িংকে ২৫টি উড়োজাহাজের অর্ডার দিয়েছি।”
তিনি আরও জানান, শুধু বাংলাদেশই নয়- ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াও একই কোম্পানির কাছে প্রতিটি দেশ ১০০টি করে উড়োজাহাজ অর্ডার দিয়েছে। সব দেশের অর্ডার একত্রে নেওয়া হয়েছে, এখন বোয়িং তাদের উৎপাদন সক্ষমতা অনুযায়ী ধাপে ধাপে সরবরাহ শুরু করবে।
উড়োজাহাজ সরবরাহের সময় সম্পর্কে জানতে চাইলে বাণিজ্য সচিব বলেন, “এগুলো পেতে কিছুটা সময় লাগবে। বোয়িং তাদের উৎপাদন পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে আমাদের সরবরাহ করবে।”
সিটিজি পোস্ট/এইচএস
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...