চট্টগ্রাম-কক্সবাজার রেলরুটে চলাচল করা দুটি আন্তঃনগর ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
নতুন সময় অনুযায়ী, সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম রেলস্টেশন ছাড়বে ভোর ৫টা ৫০ মিনিটে এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ছেড়ে আসবে সকাল ১০টায়। নতুন এ সময়সূচি ১০ আগস্ট থেকে কার্যকর হবে।
রেলওয়ের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
আদেশে জানানো হয়েছে, যাত্রীদের চাহিদা ও সময়ানুবর্তিতা রক্ষায় ট্রেন চলাচল সুষ্ঠু করতে সময়সূচি পুনর্গঠন করা হয়েছে।
বর্তমানে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে যায় সকাল ৬টা ১৫ মিনিটে। অন্যদিকে চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে ছাড়ে সকাল ১০টা ২০ মিনিটে।
পরীক্ষামূলকভাবে নতুন সময়সূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সৈকত এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথে যাত্রী ওঠানামার জন্য থামে ষোলশহর, জানালী হাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে।
অন্যদিকে প্রবাল এক্সপ্রেস থামে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে।
সিটিজি পোস্ট/এইচএস
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব নয়।"তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের প্রাণ। তাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আজ...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভ...