কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সংলাপের শেষ দিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ৪০ দেশের প্রতিনিধিসহ দেশি-বিদেশি অংশগ্রহণকারীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে তারা দুই দলে বিভক্ত হয়ে ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
সূত্র জানায়, আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসা বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ক্যাম্প পরিদর্শনে অংশ নেন। তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-দুর্দশার গল্প শোনেন।
বিদেশি প্রতিনিধিরা উখিয়ার ক্যাম্প-৪-এ জাতিসংঘের খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত ই-ভাউচার আউটলেট কেন্দ্র পরিদর্শন করেন। এরপর তারা উখিয়ার বালুখালী ফ্রেন্ডশীপ হাসপাতালে যান এবং রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে রোহিঙ্গা নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় দেশি-বিদেশি প্রতিনিধিরা তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করেন। দুপুরে পরিদর্শন শেষে তারা ক্যাম্প এলাকা ত্যাগ করেন।
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে রোববার থেকে কক্সবাজারে শুরু হয় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন স্টেকহোল্ডার্স’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন। মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হয় এই আন্তর্জাতিক সম্মেলন।
২৬ আগস্ট, ২০২৫
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।মঙ্গলবার (২৬ আগস্ট) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান অর্ডার ১৯৭২ (পুনর্গঠন ও সম্প...
২৬ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।মঙ্গলবার (২৬ আগস্ট) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন চ...