কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সংলাপের শেষ দিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ৪০ দেশের প্রতিনিধিসহ দেশি-বিদেশি অংশগ্রহণকারীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে তারা দুই দলে বিভক্ত হয়ে ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
সূত্র জানায়, আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসা বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ক্যাম্প পরিদর্শনে অংশ নেন। তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-দুর্দশার গল্প শোনেন।
বিদেশি প্রতিনিধিরা উখিয়ার ক্যাম্প-৪-এ জাতিসংঘের খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত ই-ভাউচার আউটলেট কেন্দ্র পরিদর্শন করেন। এরপর তারা উখিয়ার বালুখালী ফ্রেন্ডশীপ হাসপাতালে যান এবং রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে রোহিঙ্গা নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় দেশি-বিদেশি প্রতিনিধিরা তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করেন। দুপুরে পরিদর্শন শেষে তারা ক্যাম্প এলাকা ত্যাগ করেন।
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে রোববার থেকে কক্সবাজারে শুরু হয় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন স্টেকহোল্ডার্স’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন। মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হয় এই আন্তর্জাতিক সম্মেলন।
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...