রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১০০টিরও বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই চাপাতিসহ বিভিন্ন ধরনের ছুরি, যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতো। এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে বিক্রি ও ভাড়া দেওয়ার পাশাপাশি ফ্রি হোম ডেলিভারিও দেওয়া হতো।
শনিবার (৯ আগস্ট) দিনভর পরিচালিত অভিযানে তিনটি দোকান থেকে অবৈধ অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়। রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, সম্প্রতি ঢাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। গ্রেপ্তার সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার হওয়া ‘সামুরাই’ ছুরি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে। গোয়েন্দা তথ্য ও জিজ্ঞাসাবাদে জানা যায়, এসব অস্ত্র নিউ মার্কেট এলাকা থেকে ভাড়া ও বিক্রি করা হতো এবং গ্রাহকের কাছে কুরিয়ারের মাধ্যমে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হতো।
লেফটেন্যান্ট কর্নেল নাজিম জানান, দুই দিনের ধারাবাহিক অভিযানে নিউ মার্কেটের একাধিক দোকান ও গুদাম থেকে ১১০০টির বেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র কোনো গৃহস্থালির কাজে ব্যবহৃত হয় না, বরং গত কয়েক মাসে একাধিক হত্যা, আহত, চাঁদাবাজি ও ছিনতাইয়ে ব্যবহার হয়েছে। দোকানগুলো সামনের অংশে সাধারণ পণ্য বিক্রি করলেও সামুরাই চাপাতি ও অনুরূপ অস্ত্র গোপনে মজুদ করে কিশোর গ্যাংদের কাছে পৌঁছে দিত।
তিনি আরও জানান, এখন পর্যন্ত সেনাবাহিনী ৩০৬টি আগ্নেয়াস্ত্র ও প্রায় ৮২১৫ রাউন্ড গুলি উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় জমা দিয়েছে। আজকের অভিযান বাদে আরও ৫৩৮টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া আদাবর, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকা থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধে জড়িত ৮১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...