আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁও পাতারটেক এলাকায় পুলিশের অভিযানে সাত জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ওই ঘটনায় নিহত সাত যুবককে বিভিন্ন এলাকা থেকে আটক করে একটি দোতলা ভবনে রাখা হয় এবং পরে তাদের হত্যা করা হয়। তদন্তে নিহতদের কারো জঙ্গি সম্পৃক্ততা পাওয়া যায়নি বলেও জানান তিনি।
গ্রেপ্তারি পরোয়ানার অন্য আসামিদের মধ্যে তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলামসহ অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তাদের নাম রয়েছে।
উল্লেখ্য, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীকে ঘিরে অতীতে অন্য কিছু অভিযোগ নিয়েও দুদক নজরদারি চালাচ্ছে বলে জানা গেছে।
২৭ আগস্ট, ২০২৫
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম এবার ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরে পরিচালনার অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ চার দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।এর আগে যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় এ কার্যক্রম পর...
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম এবার ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরে পরিচালনার অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ চার দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র ম...