আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত 'নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫' প্রজ্ঞাপনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, "কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে ভোটকক্ষের সরাসরি সম্প্রচার বা ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। ভোটকক্ষ থেকে কোনোভাবেই লাইভ সম্প্রচার বা সামাজিক মাধ্যমে সরাসরি প্রচার করা যাবে না। সংসদ ও স্থানীয় নির্বাচনের জন্য প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, আইপি টিভি, ফ্রিল্যান্স ও আন্তর্জাতিক সাংবাদিকদের কার্ড ও মোটরসাইকেলের স্টিকার দেবে ইসি।
বৈধ কার্ডধারীরা প্রিজাইডিং অফিসারকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও নিতে পারবেন। একসঙ্গে দুটির বেশি মিডিয়া ভোটকক্ষে প্রবেশ করতে পারবে না, এবং ১০ মিনিটের বেশি থাকতে পারবে না।
ভোটকক্ষের ভেতরের নির্দেশনায় বলা হয়েছো গোপন কক্ষের ছবি বা ভিডিও তোলা যাবে না। কারও সাক্ষাৎকার নেওয়া যাবে না। সরাসরি সম্প্রচার শুধুমাত্র ভোটকক্ষের বাইরে নিরাপদ দূরত্বে থেকে করা যাবে।
তবে সাংবাদিকরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন এবং ছবি তুলতে পারবেন, তবে সরাসরি সম্প্রচার করতে পারবেন না।
এই নীতিমালা জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
ইসি বলছে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...