জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যাকাণ্ডের মামলায় কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ অব্যাহতি পেয়েছে। সম্প্রতি সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১৭৩ (ক) ধারায় দাখিল করা অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করে তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
গত ১৫ জুলাই ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন। রোববার (২১ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাঈন উদ্দিন চৌধুরী।
সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১৭৩ (ক) ধারা ১০ জুলাই অধ্যাদেশ আকারে জারি হয়। এরপর মাত্র পাঁচ দিনের মাথায় এই ধারায় প্রথম কোনো অভিযুক্ত অব্যাহতি পেল। ১৩ জুলাই ডিএমপির গোয়েন্দা (ওয়ারী) বিভাগ মামলার তদন্ত চলাকালীন ফাইয়াজের বিরুদ্ধে দায়মুক্তি চেয়ে অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল করে। আদালত সেটি গ্রহণ করে ১৫ জুলাই কিশোরটিকে অব্যাহতি দেন।
ডিএমপির কর্মকর্তা মাঈন উদ্দিন চৌধুরী বলেন, “এটি একটি ব্যতিক্রমী নজির। এ আইনের ফলে নির্দোষ মানুষকে হয়রানির হাত থেকে বাঁচানো যাবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।”
নথি অনুযায়ী, ফাইয়াজ ওই মামলার ১৬ নম্বর আসামি ছিল। তার জন্ম ২০০৭ সালের ১৯ এপ্রিল। ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সে ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে এ প্লাস পায়।
মামলার অভিযোগে বলা হয়, "১৯ জুলাই রাত ৯টার দিকে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন গণভবনে দায়িত্ব পালনের জন্য রওনা হন। যাত্রাবাড়ীর রায়েরবাগ ফুটওভারব্রিজের কাছে পৌঁছালে তার ওপর হামলা হয়। পরে তাকে হত্যা করে রশি দিয়ে লাশ ঝুলিয়ে রাখা হয়।"
২৪ জুলাই নিহতের ভগ্নিপতি মো. ফজল প্রধান যাত্রাবাড়ী থানায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে ২৪ জুলাই রাতেই সাদা পোশাকে ফাইয়াজকে তার বাসা থেকে তুলে নেওয়া হয় বলে তার পরিবারের দাবি।
২৭ জুলাই ফাইয়াজকে হাত বাঁধা অবস্থায় আদালতে হাজির করা হয় এবং সাত দিনের রিমান্ডে পাঠানো হয়। বয়স ১৮ না হওয়ায় এই ঘটনা নিয়ে সামাজিক ও মানবাধিকার মহলে ব্যাপক সমালোচনা হয়।
পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে তাকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয় এবং সেখান থেকে গত বছরের ৬ আগস্ট জামিনে মুক্তি পায় ফাইয়াজ।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...