শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে পুলিশ মোতায়েন করা হলেও, একপর্যায়ে সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে সেনাবাহিনীও ঘটনাস্থলে যায়।
পুলিশ জানায়, তারা সংঘর্ষে জড়িত উভয় পক্ষকে শান্ত থাকতে ও স্থান ত্যাগ করতে বারবার অনুরোধ করলেও, কতিপয় নেতাকর্মী তা উপেক্ষা করে সহিংসতা চালিয়ে যায়। রাত ৯টার দিকে সংঘর্ষ আরও বৃদ্ধি পেলে অংশগ্রহণকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং কিছু স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালায়। এতে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সহিংসতা নিয়ন্ত্রণে আনতে গিয়ে সেনাবাহিনীর ৫ জন সদস্যসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। সেনাবাহিনী ও পুলিশ জনমনে স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...