চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এবার সারাদেশে আনুমানিক ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং উৎসব ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।’’
তিনি জানান, ‘‘আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি সশস্ত্র বাহিনীও দায়িত্ব পালন করবে। বর্ডার এলাকার মণ্ডপগুলোর দায়িত্বে থাকবে বিজিবি, আর সারাদেশেই আনসার নিয়োগ দেওয়া হবে।’’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে কোনো ধরনের উদ্বেগ জানানো হয়নি। এবার কোনো হুমকিও নেই। তবে দুষ্কৃতকারীরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার চেষ্টা করতে পারে, এজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।’’
তিনি জানান, ‘‘এখন পর্যন্ত তালিকা অনুযায়ী ৩১ হাজার ৫৭৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূর্ণাঙ্গ তালিকা না এলেও আনুমানিক ৩৩ হাজার মণ্ডপে পূজা হবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে। দিনে তিনজন ও রাতে চারজন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্বে থাকবেন। পর্যাপ্ত আনসার নিয়োগও দেওয়া হবে।
ঢাকার প্রতিমা বিসর্জন প্রসঙ্গে তিনি জানান, ‘‘ধারাবাহিকতা মেনে এক লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে। এছাড়া সন্ধ্যা ৭টার আগেই বিসর্জন সম্পন্ন করতে হবে।’’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ‘‘নতুন একটি অ্যাপ চালু করা হয়েছে। কোনো ঘটনা ঘটলে এর মাধ্যমে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো যাবে।’’
সিটিজি পোস্ট /এমসি
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...