গত ২৪ সেপ্টেম্বর রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানকে আটক করা হয়
রাউজান থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি এলজি, ধারালো অস্ত্র ও গুলিসহ মো. ওসমান (৩৪) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, "গত ২৪ সেপ্টেম্বর রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আলী সৈকতের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাউজান থানাধীন নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সন্ত্রাসী মো. ওসমানকে গ্রেপ্তার করা হয়। এই সময় তার সহযোগী শাহ আলম (৪০) পালিয়ে যায়। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যমতে তার নিজ বাসা এবং একই এলাকার ইদ্রিসের পরিত্যক্ত পোল্ট্রি ফার্মে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২২ রাউন্ড বিভিন্ন ধরনের পিস্তলের গুলি, ৭টি শর্টগানের কার্তুজ, ১টি কার্তুজের খোসা, ৩টি রামদা ও ২টি ধামা উদ্ধার করা হয়।"
তিনি আরো জানান, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নোয়াপাড়া এলাকায় অস্ত্রের মাধ্যমে চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে এসআই মোহাম্মদ আলী সৈকত বাদী হয়ে মামলা রুজু করেছেন।
সিডিএমএস যাচাইয়ে পলাতক আসামী শাহ আলম (৪০) এর বিরুদ্ধে পূর্বে একাধিক মামলার তথ্য পাওয়া যায়। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী একই এলাকার দুদু মিয়ার ছেলে।
সিটিজিপোস্ট/ এসএইচএস
১ অক্টোবর, ২০২৫
দক্ষিন রাঙ্গুনিয়া সুখবিলাশ সাগর আলী জামে মসজিদের সভাপতি নুরুল আবছার তালুকদারের অনিয়ম দুর্নীতির তদন্ত ও মসজিদের আয়-ব্যয় হিসাব জনসম্মুখে প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় মুসল্লীরা। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় সাগর আলী জামে মসজিদ প্রাঙ্গনে এই সংবাদ সম্মোলনের আয়োজন করে মুসল্লী পরিষদ নামের ব্যানারে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মওলানা নেজাম উদ্...
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
দক্ষিন রাঙ্গুনিয়া সুখবিলাশ সাগর আলী জামে মসজিদের সভাপতি নুরুল আবছার তালুকদারের অনিয়ম দুর্নীতির তদন্ত ও মসজিদের আয়-ব্যয় হিসাব জনসম্মুখে প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় মুসল্লীরা। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় সাগর আলী জামে মসজিদ প্রাঙ্গনে এই...