চট্টগ্রাম বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রমে শুল্ক (ট্যারিফ) ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ১৯৮৬ সালের পর এই প্রথমবারের মতো শুল্ক বৃদ্ধির এমন উদ্যোগ নেওয়া হলো। বর্ধিত রাজস্ব আদায়ে সহায়ক হলেও এতে আমদানি-রপ্তানিতে ব্যবসায়ীদের খরচ কিছুটা বাড়বে বলে জানিয়েছেন নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
উপদেষ্টা আরও বলেন, “চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আন্তর্জাতিক মানে উন্নীত করতে আন্তর্জাতিক অপারেটর নিয়োগ দেওয়া হবে। এটি নিয়ে অপ্রয়োজনীয় প্রোপাগান্ডা ছড়ানো ঠিক নয়। বিদেশি অপারেটর দায়িত্ব পালন করলেও বন্দর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকবে।”
চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড ৭ জুলাই থেকে এনসিটি পরিচালনার দায়িত্ব গ্রহণের পর বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমে গতি এসেছে। ২৪ জুলাই পর্যন্ত ১৭ দিনে প্রতিদিন গড়ে ৩ হাজার ২৫০ টি টিইইউএস (বিশ ফুট সমতুল্য কনটেইনার) হ্যান্ডলিং হয়েছে, যা পূর্ববর্তী সময়ের তুলনায় ১২.১০ শতাংশ বেশি।
নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী জানান, ১৭ দিনে ৩০টি জাহাজে কনটেইনার লোডিং ও আনলোডিং সফলভাবে সম্পন্ন হয়েছে এবং প্রতিটি জাহাজে ১০ ঘণ্টা পর্যন্ত সময় সাশ্রয় হয়েছে। বর্তমানে এনসিটির ২, ৩, ৪ ও ৫ নম্বর জেটিতে একযোগে চারটি জাহাজে পণ্য ওঠানামার কার্যক্রম চলছে।
বন্দর কর্তৃপক্ষের দাবি, নতুন অপারেটরের কার্যকর ব্যবস্থাপনার ফলে বন্দরের সার্বিক সক্ষমতা যেমন বেড়েছে, তেমনি দেশের আমদানি-রপ্তানি খাতেও এসেছে গতি, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
২৬ জুলাই, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শামসুজ্জামান হেলালী বলেছেন, ‘বৃক্ষরোপণ কর্মসূচি হলো পরিবেশ সুরক্ষার জন্য গাছ লাগানোর একটি পরিকল্পিত কার্যক্রম। এতে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে...
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শামসুজ্জামান হেলালী বলেছেন, ‘বৃক্ষরোপণ কর্মসূচি হলো পরিবেশ সুরক্ষার জন্য গাছ লাগানোর একটি পরিকল্পিত কার্যক্রম। এতে ব্যক্তিগ...