মৌসুমি বায়ুর সক্রিয়তায় উত্তাল হয়ে উঠেছে উত্তর বঙ্গোপসাগর। উপকূলীয় এলাকাজুড়ে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। ফলে চট্টগ্রাম সমুদ্রবন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত।
বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতার মাত্রা বেশি থাকায় বেড়েছে অস্বস্তি। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছে চট্টগ্রামবাসী। শ্রাবণের অঝোরধারায় প্রতিদিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
২৫ জুলাইয়ের পর থেকে চট্টগ্রামে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা ‘ভারী বৃষ্টি’র পর্যায়ে পড়ে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী দুই-তিন দিনও এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ।
বৃষ্টির কারণে বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল করেছে সীমিতভাবে। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাগুলোকে পানি মাড়িয়ে চলাচল করতে গিয়ে পড়তে হয়েছে নানা বিড়ম্বনায়। মুরাদপুর, জিইসি, চকবাজার, আগ্রাবাদ, হালিশহরসহ একাধিক এলাকায় দেখা গেছে হাঁটুপানি। ফ্লাইওভার পর্যন্ত ডুবে গেছে জলজটে, বিকল হয়ে পড়েছে অনেক গাড়ি।
এই দুর্ভোগের পেছনে আছে দীর্ঘমেয়াদি অবকাঠামোগত সমস্যাও। জলাবদ্ধতা নিরসনে সিডিএ, চট্টগ্রাম সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড মিলে ১৪ হাজার ৩৪৯ কোটি টাকার চারটি প্রকল্প বাস্তবায়ন করছে, যার মধ্যে খরচ হয়ে গেছে ৮ হাজার ৩১২ কোটি টাকা। ৫-১১ বছর ধরে চলমান এসব প্রকল্প এখনো পুরোপুরি শেষ হয়নি।
সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, “জলাবদ্ধতা বেশি হয় এমন এলাকায় খালের প্রশস্ততা বাড়ানোর কাজ চলছে। কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোতে স্লুইস গেট ও পাম্প স্থাপনকাজ শেষ হলে এই সমস্যা অনেকটা কমে আসবে।”
৩১ জুলাই, ২০২৫
চট্টগ্রামে কোটা সংস্কার দাবিতে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তানিয়ার বিরুদ্ধে ৮০ লাখ টাকা আত্মসাৎ এবং চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এই অভিযোগ ঘিরে এক ঘনচাপা উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নগরীর এক ক্যাফেতে আর্থিক লেনদেন নিয়ে তানিয়া ও আরও...
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
চট্টগ্রামে কোটা সংস্কার দাবিতে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তানিয়ার বিরুদ্ধে ৮০ লাখ টাকা আত্মসাৎ এবং চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এই অভিযোগ ঘিরে এক ঘনচাপা উত্তেজনা ...