চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেন দেরিতে পৌঁছানোর জেরে একদল যাত্রী ট্রেনচালককে মারধর করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ঘটে যাওয়া এই ঘটনার প্রতিবাদে এক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয় স্টেশনের ট্রেন চলাচল। পরে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেন দেরিতে পৌঁছানোর জেরে একদল যাত্রী ট্রেনচালককে মারধর করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ঘটে যাওয়া এই ঘটনার প্রতিবাদে এক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয় স্টেশনের ট্রেন চলাচল। পরে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর কথা ছিল দুপুর ২টা ১০ মিনিটে। কিন্তু এটি পৌঁছায় দুপুর ৩টা ২৫ মিনিটে। এ ট্রেনে থাকা কিছু যাত্রী ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনে ওঠার পরিকল্পনা করেছিলেন। প্রবাল এক্সপ্রেস দেরিতে আসায় তাঁরা সেই ট্রেন মিস করেন। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন যাত্রী প্রবাল এক্সপ্রেসের লোকোমাস্টার (চালক) খোরশেদ আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশনমাস্টার আবু জাফর মজুমদার জানান, প্রবাল এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে কেউ কেউ মহানগর গোধূলি ট্রেনের টিকিট কাটেন ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে। নির্ধারিত সময়েই মহানগর গোধূলি ট্রেন ছেড়ে যায়। ফলে প্রবাল এক্সপ্রেস দেরি করে পৌঁছানোয় তারা সেই ট্রেন ধরতে পারেননি।
তিনি বলেন, নির্ধারিত ট্রেনের সময় তো পরিবর্তন করা সম্ভব নয়। এছাড়া ট্রেন দেরিতে পৌঁছানোর জন্য এককভাবে ট্রেনচালক দায়ী নন। কিছু যাত্রী উচ্ছৃঙ্খল আচরণ করেন এবং ট্রেনচালককে মারধর করেন।
ঘটনার পর ট্রেনচালকেরা প্রতিবাদ জানিয়ে এক ঘণ্টার জন্য কর্মবিরতি পালন করেন। এর ফলে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে সোয়া এক ঘণ্টা দেরিতে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে চট্টগ্রাম স্টেশন ত্যাগ করে।
রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং চালকেরা কর্মবিরতি প্রত্যাহার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সিটিজিপোস্ট/এমএইচডি
১৯ জুলাই, ২০২৫
চট্টগ্রাম মহানগরীতে ৪৬৪১টি পুকুরের মধ্যে প্রায় অর্ধেক, অর্থাৎ ২৩৯০টি পুকুরই ভূমিদস্যুদের দখলে রয়েছে। এছাড়া, প্রশাসনের নাকের ডগায় নতুন করে মোহরা এলাকার সেলিমের পৈতৃক বাড়ির একটি পুকুর দিনরাত ভরাট করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে, যা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ পরিবেশ সু...
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
চট্টগ্রাম মহানগরীতে ৪৬৪১টি পুকুরের মধ্যে প্রায় অর্ধেক, অর্থাৎ ২৩৯০টি পুকুরই ভূমিদস্যুদের দখলে রয়েছে। এছাড়া, প্রশাসনের নাকের ডগায় নতুন করে মোহরা এলাকার সেলিমের পৈতৃক বাড়ির একটি পুকুর দিনরাত ভরাট করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে, যা বন্ধে কার্যকর কোনো ...