মীরসরাইয়ে দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ

সিটিজি পোস্ট প্রতিবেদক

মীরসরাই প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

মীরসরাইয়ে দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ

মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তারের ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শতাব্দী ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে ২ শতাধিক হতদরিদ্র ও দিনমজুর পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, "সরকার সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে আছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোও এগিয়ে আসলে দুঃখ-দুর্দশা লাঘব হবে আরও দ্রুত। শতাব্দী ক্লাবের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সচিব বিপ্লব ভট্টাচার্য, শতাব্দী ক্লাবের সভাপতি ও মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক রনি ভৌমিক, যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন, যুবদল নেতা আমজাদ হোসেন বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক ওমর ফারুক, সদস্য সাব্বির রায়হান, শোয়েব হাসান ও সামসুদ্দৌহাসহ প্রমুখ।

সিটিজিপোস্ট/ এসএইচএস

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর