মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কোনো চাপে নয়; ধর্মীয় সৌজন্যবোধ ও অনুরোধের প্রেক্ষিতেই ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, এ পরিমাণ গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের দাবির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১১ হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান উপদেষ্টা ফরিদা আখতার। এর আগে তিনি জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক ও স্থানীয় এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় অংশ নেন।
গত বছরের তুলনায় ইলিশ রপ্তানি কমেছে উল্লেখ করে ফরিদা আখতার বলেন, গেলো বছর ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানি করা হয়েছিল। এ বছর তা কমিয়ে ১ হাজার ২০০ টনে নামানো হয়েছে। তার ভাষায়, “কোনো চাপের কারণে ইলিশ পাঠানো হচ্ছে না; আমরা ধর্মীয় সম্প্রীতির জায়গা থেকে ইলিশ পাঠাচ্ছি।”
বাজারে ইলিশের সরবরাহ কম থাকার কারণ ব্যাখ্যা করে উপদেষ্টা বলেন, চলতি বছর জাটকা নিধনের প্রভাবে ইলিশ উৎপাদন কমেছে। ফলে সরবরাহ কমে বাজারে দাম বেড়েছে। গেলো মৌসুমের তুলনায় এ বছরের জুলাই মাসে ৩৭ শতাংশ এবং আগস্ট মাসে ৪৭ শতাংশ কম ইলিশ ধরা পড়েছে। তবে এ মাসেই দেশের বিভিন্ন স্থানে সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফরিদা আখতার বলেন, কৃষি খাতে যেমন প্রণোদনা রয়েছে, মৎস্য খাতে তেমন কোনো কার্যকর প্রণোদনা নেই। এ নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার জনকল্যাণে নানামুখী পদক্ষেপ নিয়েছে। গবাদিপশুকে এলএসডি (লাম্পি স্কিন ডিজিজ) মুক্ত করতে সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জসহ চার জেলাকে সম্পূর্ণ ভ্যাকসিনের আওতায় আনা হবে।
আলোচনা সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা উপস্থিত ছিলেন।
সিটিজি পোস্ট /এমসি
১৫ সেপ্টেম্বর, ২০২৫
আসন্ন দুর্গাপূজায় উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ। এর সাথে প্রধান উপদেষ্টাকে পূজামন্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন তারা। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, "আপ...
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
আসন্ন দুর্গাপূজায় উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ। এর সাথে প্রধান উপদেষ্টাকে পূজামন্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন তারা। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদ...