এক মাস আগে দেশের বাজারে হঠাৎ করেই পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। এ সময়ে প্রতি কেজিতে প্রায় ৩০ টাকা পর্যন্ত বেড়ে যায় নিত্যপণ্যটির দাম। তবে গত দুই সপ্তাহ ধরে দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জসহ অন্যান্য পাইকারি বাজারে পেঁয়াজের দাম ক্রমেই কমছে। তবুও খুচরা বাজারে সেই প্রভাব পড়েনি, ফলে ভোক্তারা বাড়তি দামে পণ্যটি কিনতে বাধ্য হচ্ছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে খাতুনগঞ্জে গিয়ে দেখা যায়, সারি সারি ট্রাকে আসছে পেঁয়াজ, আড়তগুলোতে স্তূপ করে রাখা বস্তা ভর্তি পেঁয়াজ। সরবরাহ বেশি থাকায় পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজের দাম কমে দাঁড়িয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। ১০ দিন আগেও এ দাম ছিল ৭০ থেকে ৭২ টাকা।
খাতুনগঞ্জের ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স কাজী স্টোরের স্বত্বাধিকারী মো. জাবেদ ইকবাল বলেন,বাজারে সরবরাহ বেড়েছে, কিন্তু চাহিদা অনুযায়ী পাইকারি ক্রেতা নেই। এ কারণে পেঁয়াজের দাম ক্রমেই কমছে।
তবে খুচরা বাজারে এর কোনো প্রভাব নেই। শনিবার বহদ্দারহাট ও দুই নম্বর গেটের কর্ণফুলী কমপ্লেক্স মার্কেটে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৫ টাকায়। দোকানিরা বলছেন, পরিবহন খরচ, শ্রমিকের মজুরি, খোসা ফেলা এবং পচনজনিত ক্ষতি মিলে পাইকারি দামের সঙ্গে কিছুটা পার্থক্য থাকেই।
বহদ্দারহাটের মুদি দোকানি সাহাব উদ্দিন জানান,আড়তে ৬৫ টাকায় কিনলেও দোকানে এনে বিক্রি করতে গেলে খরচ যোগ হয়ে যায়। সেজন্য দাম কিছুটা বেশি রাখতে হয়।
তবে দোকানের বাইরে ভ্যানগাড়িতে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁয়াজ। ভ্যানচালক জাহাঙ্গীর আলম বলেন,আমাদের দোকান ভাড়া বা কর্মচারীর খরচ নেই। তাই আমরা ৭৫ থেকে ৮০ টাকায় দিতে পারছি।
আড়তদারদের মতে, পাইকারি দামের তথ্য ভোক্তার কাছে পৌঁছায় না, ফলে দোকানিরা সুযোগ নিয়ে বাড়তি দাম রাখেন। তারা মনে করছেন, প্রশাসনের নজরদারি জোরদার হলে পাইকারি বাজারে দাম কমার প্রকৃত সুফল সাধারণ ভোক্তার হাতে পৌঁছাবে।
১৪ সেপ্টেম্বর, ২০২৫
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। আজ (১৪ সেপ্টেম্বর) রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। জাতীয় বেতন ...
১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৩ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১০ সেপ্টেম্বর, ২০২৫
৯ সেপ্টেম্বর, ২০২৫
১৪ সেপ্টেম্বর, ২০২৫
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। আজ (১৪ সেপ্টেম্বর) রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় জা...