বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করে বাণিজ্য সক্ষমতা উন্নয়নের আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর।আজ সোমবার ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ডেরেক লো সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের দপ্তরে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান।
বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৈঠকে সিঙ্গাপুরের হাইকমিশনার বলেন, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তিগত সুবিধা বাড়ানো এবং সংশ্লিষ্টদের দক্ষতা ও সক্ষমতা উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করবে সিঙ্গাপুর।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৈঠকে বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে সিঙ্গাপুর শুধু নিজেদের নয়, অন্যান্য দেশেও সেবা দেওয়ার ক্ষেত্রে অনুকরণীয়। তাদের কাছ থেকে বাংলাদেশের শেখার মতো অনেক কিছু আছে। তাই উভয় দেশের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।
এ সময় দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের আরও উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শিবির বিচিত্র বড়ুয়া।
সিটিজি পোস্ট /এমসি
১৫ সেপ্টেম্বর, ২০২৫
আসন্ন দুর্গাপূজায় উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ। এর সাথে প্রধান উপদেষ্টাকে পূজামন্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন তারা। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, "আপ...
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
আসন্ন দুর্গাপূজায় উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ। এর সাথে প্রধান উপদেষ্টাকে পূজামন্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন তারা। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদ...