গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। তবে তাঁর এই আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতে আইনজীবী নাজনীন নাহার জানান, জেড আই খান পান্না আজ উপস্থিত থাকতে পারেননি, তবে তিনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেতে আগ্রহী। এ কথা ট্রাইব্যুনালকে জানানোর জন্য তাঁকে দায়িত্ব দিয়েছেন পান্না।
এ সময় ট্রাইব্যুনাল জানায়, শেখ হাসিনার জন্য ইতিমধ্যে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এবং বিষয়টি শেষ হয়েছে। কাকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হবে, তা ট্রাইব্যুনালের এখতিয়ার। অন্য কোনো মামলায় প্রয়োজন হলে তাঁর আবেদন বিবেচনা করা যেতে পারে।
ট্রাইব্যুনাল আরও মন্তব্য করে, যেহেতু আসামি আদালতে উপস্থিত নেই, তাই এমন মামলায় তিনি কেন আসতে চান তা প্রশ্নসাপেক্ষ। নিয়োগ দেওয়ার সময় তিনি আগ্রহ জানালে বিষয়টি বিবেচনা করা যেত। এ প্রসঙ্গে ট্রাইব্যুনাল রসিকতা করে বলেন, "ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পর মাস্টারকে বললেন, ট্রেনে উঠিয়ে দেন।"
পরবর্তীতে নাজনীন নাহার আবেদন করেন, জেড আই খান পান্না যেন শেখ হাসিনার পক্ষে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপক্ষের আইনজীবীকে সহযোগিতা করতে পারেন। এই আবেদনও ট্রাইব্যুনাল খারিজ করে।
উক্ত মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পলাতক আছেন। তাঁদের জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে মো. আমির হোসেনকে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল-১। মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার রয়েছেন এবং ইতিমধ্যে অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...