“বিয়ে করব না, শিক্ষার্থীরাই আমার সন্তান”, এই কথাটি হয়তো জীবনের দর্শন করেছিলেন মাসুকা বেগম। সেই আদর্শেই কাটিয়েছেন পুরো জীবন। কিন্তু শিক্ষা দিতে গিয়েই প্রাণ গেল এই নিঃস্বার্থ শিক্ষিকার।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ভয়াবহভাবে দগ্ধ হন তিনি। ৮৫ শতাংশ দগ্ধ শরীর নিয়ে ভর্তি হন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই আলোকিত মানুষটি।
নিহত মাসুকা বেগম ডাকনাম নিপু (৩৮) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকুট গ্রামের সিদ্দিক আহমেদের মেয়ে। চার বছর আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।
ছোটবেলা থেকেই শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল মাসুকার। মায়ের মৃত্যুর পর সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন। পিতার দেখভাল আর ভাই-বোনদের জন্য অনেক ত্যাগ শিকার করেন।
স্বজনদের ভাষায়, মাসুকা ছিলেন নিঃস্বার্থ একজন শিক্ষিকা। তার জন্য বিয়ের প্রস্তাব এলে হাসিমুখে বলতেন, “বিয়ে করব না। শিক্ষার্থীরাই আমার সন্তান।”
তার বাবা সিদ্দিক আহমেদ বলেন, “মাসুকা শুধু আমাদের মেয়েই নয়, ছিল গোটা সমাজের বাতিঘর। মা মারা যাওয়ার পর সে আর বিয়ে করেনি, পরিবার আর শিক্ষার্থীদের জন্য নিজেকে উজাড় করে দিয়েছে।”
মাসুকার শেষ ইচ্ছানুযায়ী, মঙ্গলবার বিকেলে তাকে দাফন করা হয় আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে, বড় বোন পাপড়ি রহমানের শ্বশুরবাড়িতে। শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন শত শত মানুষ। গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে কান্নায়।
বিমান দুর্ঘটনার সেই মুহূর্তে ক্লাসে পাঠদান করাচ্ছিলেন মাসুকা। হঠাৎ ঘটে যাওয়া সেই দুর্ঘটনায় পুড়ে যায় তার শরীর। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে সাহসিকতা ও দায়িত্ববোধ নিয়ে তিনি শিক্ষকতা করছিলেন, তা আজও কাঁদাচ্ছে তার সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৬ জুলাই, ২০২৫
রাজধানীর মিরপুরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে বিনা মূল্যে ফ্ল্যাট দিতে ‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্প নিচ্ছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ৭৬১ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে। মিরপুর ১৪ নম্বর সেকশনের সরকারি জমিতে ৬টি ১৪ তলা ও ১০টি ১০ তলা ভবনে ৮০৪টি ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।এই প্রকল্পসহ...
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
রাজধানীর মিরপুরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে বিনা মূল্যে ফ্ল্যাট দিতে ‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্প নিচ্ছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ৭৬১ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে। মিরপুর ১৪ নম্বর সেক...