২০২৪ সালের ১৪ জুলাই রাতে গণঅভ্যুত্থানের সময়কার একটি ফোনালাপের অডিও রেকর্ড সোমবার (১১ আগস্ট) প্রকাশ্যে এসেছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম মাকসুদ কামালকে আন্দোলনকারীদের বিরুদ্ধে হুমকি দিতে শোনা যায়।
অডিওতে শেখ হাসিনা বলেন, “রাজাকারের কী অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও ছাড়বো না।” তিনি আরও উল্লেখ করেন, ইংল্যান্ডে ছাত্ররাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং সেই ধরনের অ্যাকশন নেওয়া ছাড়া বিকল্প নেই।
প্রসিকিউশন ট্রাইব্যুনালে এই অডিও রেকর্ড জমা দিয়েছে। তদন্ত সংস্থা অডিওটি জব্দ করে ফরেনসিক পরীক্ষায় এর সত্যতা নিশ্চিত করেছে।
একইদিন জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এবং সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী বেলা ১১টা ৪০ মিনিটে এজলাসে ওঠেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার (১২ আগস্ট) অনুষ্ঠিত হবে।
১২ আগস্ট, ২০২৫
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার (১২ আগস্ট) থেকে প্রচলন করা হবে।গত ১০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।নতুন নোটের ডিজাইনে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্...
১২ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১১ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার (১২ আগস্ট) থেকে প্রচলন করা হবে।গত ১০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক...