স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ চাঁদাবাজির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন। তিনি অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে আসিফ মাহমুদ বলেন, “যে স্টেটমেন্টে আমার নাম এসেছে, তা জোরপূর্বক নেওয়া হয়েছে বলে শুনেছি। ২০২৪ সালের ৫ আগস্টের পর ওই ব্যক্তির সঙ্গে আমার কোনো কথা হয়নি। এমন ঘটনা মেনে নেওয়া যায় না।”
এ ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। ৩৫ মিনিটের ভিডিওতে অপু উল্লেখ করেন, অভিযানের আগে তিনি এক জোন ডিসি-এসিকে অবগত করেছেন এবং উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে কথা বলেছেন।
এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, “আমি মাঝে মধ্যে রাতে কাজ শেষ হলে ৩০০ ফিটের নীলা মার্কেটে যাই, যেখানে চার-পাঁচজন মিলে রাতের খাবার খাই। ভোরে যদি মার্কেট বন্ধ থাকে, তখন ওয়েস্টিনে যাওয়া হয়। তবে ঠিক ওইদিন আমি সেখানে ছিলাম কি না, মনে নেই।”
তিনি পুনর্ব্যক্ত করেন, “চাঁদাবাজিতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, যা বলা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৫ আগস্ট, ২০২৫
ক্ষমতা গ্রহণের মাত্র দুই সপ্তাহ পর, গত বছরের ২৫ আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন - তার উপদেষ্টা পরিষদের সদস্যরা দ্রুত নিজেদের আয় ও সম্পদের বিবরণ জনগণের সামনে প্রকাশ করবেন। সেই সঙ্গে এ প্রক্রিয়া ধাপে ধাপে সব সরকারি কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক করার আশ্বাসও দিয়েছিলেন।...
১৫ আগস্ট, ২০২৫
১৫ আগস্ট, ২০২৫
১৫ আগস্ট, ২০২৫
১৪ আগস্ট, ২০২৫
১৪ আগস্ট, ২০২৫
১৫ আগস্ট, ২০২৫
ক্ষমতা গ্রহণের মাত্র দুই সপ্তাহ পর, গত বছরের ২৫ আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন - তার উপদেষ্টা পরিষদের সদস্যরা দ্রুত নিজেদের আয় ও সম্পদের বিবরণ জনগণের সামনে প্রকাশ কর...