চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিতে সাম্প্রতিক অভ্যন্তরীণ কোন্দল ও সংঘর্ষের ঘটনায় সরেজমিন তদন্ত করে সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব।
এ সংক্রান্ত একটি চিঠি দলটির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল-কে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, রাউজান উপজেলা বিএনপিতে "অপ্রত্যাশিত ঘটনা, হানাহানি ও রক্তক্ষয়ী সহিংসতা"-র বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এর পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।
চিঠিতে স্বাক্ষর করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে আজিজুল বারী হেলালকে আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, চলমান এই অস্থিরতা চরমে ওঠে যখন মঙ্গলবার (২৯ জুলাই) উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার ও সদ্য পদ স্থগিত হওয়া ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে বিএনপির কেন্দ্র থেকে একের পর এক কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।
একই দিন, দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করা হয় এবং পরবর্তীতে ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়। অন্যদিকে দলের ভেতরে সংঘাত ও হানাহানির সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা ভঙ্গে উত্তর জেলা বিএনপির আরও পাঁচজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে চট্টগ্রামের রাউজানে আবারও সন্ত্রাস ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। গত ১২ মাসে এই জনপদে ঘটেছে ১৩টি খুনের ঘটনা। এর মধ্যে ৯টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে রাজনৈতিক বিরোধে। বাকিগুলো ব্যবসায়িক, আধিপত্য বিস্তার ও অন্যান্য কারণে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৩১ জুলাই, ২০২৫
রাউজানে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারকে রাউজানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।বুধবার (৩০ জুলাই) বিকেল ৪টায় উপজেলা সদরের জলিল নগরে এই প্রতিবাদ সভা হয়। সভার ব্যানারে উল্লেখ করা হয়— ‘জুলাই-আগস্টে ছাত্...
২৯ জুলাই, ২০২৫
২৯ জুলাই, ২০২৫
২৯ জুলাই, ২০২৫
২৮ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
রাউজানে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারকে রাউজানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।বুধবার (৩০ জুলাই) ব...