চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে চুরির অভিযোগে গণপিটুনিতে মো. মাহিন (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের সাগর আলী তালুকদার বাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মাহিন একই এলাকার মো. মনার ছেলে। মাহিন কাঞ্চননগর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিলো্। স্থানীয়রা জানান, গভীর রাতে চুরির চেষ্টা চলাকালে সন্দেহভাজন কয়েকজনকে ধরে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। এতে মাহিন ঘটনাস্থলেই মারা যায় এবং আরও দুজন গুরুতর আহত হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
নিহতের বাবা মো. মনা বলেন আমার মাসুম বাচ্চাকে তারা পিটিয়ে হত্যা মেরে ফেললো! তারা বলেছিল সে টাকা নিয়েছে। আমি বলেছি, যদি সে কিছু নেয় আমি তা শোধ করে দেব, তবু তারা তাকে বাঁচতে দিল না। আমি এর সঠিক বিচার চাই।
ফটিকছড়ি থানার ওসি নুর আহম্মেদ জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। চুরির অভিযোগের নামে প্রপাগান্ডা ছড়িয়ে ছেলেটিকে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। পরিবার মামলা করার কথা জানিয়েছে। এখনও কাউকে আটক করা হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সিটিজিপোস্ট/এমএইচডি