চট্টগ্রামের হাটহাজারীতে চুরির ঘটনার প্রতিবাদ করায় মো. নেওয়াজ শরীফ ইসকান্দর (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার জানিয়েছে।
এ ঘটনায় শুক্রবার (২২ আগস্ট) আহতের ভাই আহমদ শরীফ হাটহাজারী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। মো. সোলাইমান, মো. লোকমান ওরফে মেসি ও মো. ওসমানসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, "সম্প্রতি এলাকায় কয়েকটি চুরির ঘটনা ঘটে। একটি মোবাইল ফোন চুরির ঘটনায় নেওয়াজের তৎপরতায় চুরি হওয়া মোবাইল ফোনটি অভিযুক্তদের থেকে ফেরত আসে । এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাকে হুমকি দেয়। এর জের ধরে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পৌরসভার রংগী পাড়া এলাকায় সোলাইমান ও তার সহযোগীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহতের ভাই আহমদ শরীফ বলেন, “হাটহাজারী পৌরসভার ০১ নং ওয়ার্ড রংগী পাড়ায় দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার মেজ ভাই নেওয়াজকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়। বর্তমানে তিনি চমেক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।”
তিনি আরও দাবি করেন, “আমি উক্ত মাদকসেবী ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং রংগী পাড়ার মানুষদের পক্ষ থেকে এই সন্ত্রাসী গোষ্ঠীর মূল উৎপাটনের আহ্বান জানাচ্ছি।”
এদিকে এ ঘটনার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
হাটহাজারী মডেল থানা সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিটিজি পোস্ট/ এসএইচএস