ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে দখলকৃত জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ করেছেন দেশটির নাগরিকরা। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির সামনে গিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং একটি গাড়ি অগ্নিসংযোগ করে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বুধবার (৩ সেপ্টেম্বর) রাতের এ বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় অনেকেই নেসেট (ইসরায়েলি সংসদ) ভবনের সামনেও জড়ো হয়ে প্রতিবাদ জানান। অন্য একটি দল কিছু সময়ের জন্য রেললাইন অবরোধ করলে পুলিশ জল কামান ব্যবহার করে এবং বলপ্রয়োগে তাদের সরিয়ে দেয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়ন হলে হামাসের হাতে আটক জিম্মিদের জীবন আরও ঝুঁকিতে পড়বে। তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু, অথচ কোনো সমঝোতা চুক্তির পথে হাঁটছেন না।
উল্লেখ্য, গাজায় বর্তমানে হামাসের কাছে ৪৮ ইসরায়েলি জিম্মি আছেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে প্রায় ২০ জন জীবিত আছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। গাজা দখল অভিযান জোরদারের পরিকল্পনার কারণে দেশটিতে নেতানিয়াহুবিরোধী ক্ষোভ প্রতিদিন বাড়ছে।
১৩ সেপ্টেম্বর, ২০২৫
জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে একটি ঘোষণাপত্র বিপুল ভোটে অনুমোদিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ১৪২টি, বিপক্ষে ১০টি এবং ১২টি দেশ ভোটদানে বিরত থাকে।সাত পৃষ্ঠার এই ঘোষণাপত্রটি সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনের ফল। গত জুলাইয়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অংশ নেয়নি...
১১ সেপ্টেম্বর, ২০২৫
৯ সেপ্টেম্বর, ২০২৫
৯ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
১৩ সেপ্টেম্বর, ২০২৫
জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে একটি ঘোষণাপত্র বিপুল ভোটে অনুমোদিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ১৪২টি, বিপক্ষে ১০টি এবং ১২টি দেশ ভোটদানে বিরত থাকে।সাত পৃষ্ঠার এই ঘোষণাপত্রটি সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে আয়...