সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে লুট হওয়া ১২ হাজার ঘনফুট পাথর ফের বসানো হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতের মধ্যেই উপজেলা প্রশাসন ও যৌথবাহিনীর সহায়তায় এসব পাথর পর্যটনকেন্দ্রটিতে ছড়িয়ে দেওয়া হয়।
এর আগে সকালে থেকে বিকেল পর্যন্ত টাস্কফোর্স সাদাপাথর ও আশপাশে অভিযান চালায়। অভিযানে কালাইরাগ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয় এবং কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত যন্ত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়তা করেছে। সীমান্ত এলাকায় যতটুকু পর্যন্ত সেনাবাহিনী যেতে পেরেছে, তারা ততটুকুই সহযোগিতা করেছে।
সাদাপাথর রক্ষায় বুধবার জেলা প্রশাসনের সমন্বয় সভায় পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়
১. জাফলং ইসিএ ও সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনীর দায়িত্ব পালন।
২. গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্টে যৌথ দায়িত্ব।
৩. অবৈধ ক্রাশিং মেশিন বন্ধে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযান অব্যাহত রাখা।
৪. পাথর চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনা।
৫. চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের স্থানে ফিরিয়ে দেওয়া।
বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ধলাই নদীর উৎসমুখে অবস্থিত সাদাপাথর ১৫ একরের একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই এখানে লাগামহীন পাথর লুট চলছে। গত এক সপ্তাহের মধ্যে প্রায় ৮০ শতাংশ পাথর তুলে নেওয়া হয় বলে স্থানীয়দের অভিযোগ।
পাথর লুটে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। জেলা প্রশাসন ইতিমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এবং হাইকোর্টে রিট দায়ের হয়েছে।
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...