আজ শনিবার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির সেন্ট্রাল অডিটোরিয়ামে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটির "জেনারেল কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ বছরের কাউন্সিলের মূল প্রতিপাদ্য ছিল "নেতৃত্বে তারুণ্য: নতুন বাংলাদেশের রূপরেখা"।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, "তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। অরুণরা বাধা ডিঙাতে পারে, জয় করতে জানে। বাংলাদেশের তরুণ প্রজন্ম ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রমাণ করেছে, অধিকার হরণ বা অবমূল্যায়ন হলে তারা দাঁড়িয়ে যেতে জানে, পাথর ভেঙে এগিয়ে যেতে পারে। এই তারুণ্যের শক্তিতেই বাংলাদেশ বিশ্বে নেতৃত্বদানে সক্ষমতা অর্জন করবে। ইয়ুথ ভয়েস-এর মতো সংগঠনের কার্যক্রম ও নেতৃত্বের মাধ্যমে আমরা সেই পথেই এগিয়ে চলেছি।"
২০১৩ সাল থেকে যুব নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ। এবারের সম্মেলনে চট্টগ্রামের ৪২টি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ১৪৫ জন প্রতিনিধিসহ প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ছিলেন তরুণ আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিক্ষাবিদ, উদ্যোক্তা ও সমাজকর্মীরা, যারা দেশের মানবিক ও টেকসই উন্নয়নের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার এবং প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব ফরিদা খানম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: প্রফেসর ড. ফরিদ এ. সোবহানী (উপাচার্য, ইস্টার্ন ইউনিভার্সিটি), ব্যারিস্টার মীর হেলাল (কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি), ব্যারিস্টার ওসমান চৌধুরী (ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট), ব্যারিস্টার শাহনেওয়াজ মুনির আইন কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী(সদস্য, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি, বিএনপি)
এছাড়া বক্তব্য রাখেন ইয়ুথ ভয়েস-এর সদ্য সাবেক চট্টগ্রাম সিটি কমিটির প্রেসিডেন্ট ডা. মুনিরা তারেক খোন্দকার, বর্তমান কো-অর্ডিনেটর মোহাম্মদ আশিকুর রহমান, ডেপুটি কো-অর্ডিনেটর আরেফিন বিল্লাহ, প্রথম সভাপতি চৌধুরী কে এন এম রিয়াদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন।
বক্তারা বলেন, "আজকের তরুণদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না তাদের আত্মোন্নয়ন, নেতৃত্বের গুণাবলী, সামাজিক সচেতনতা এবং মানবিক মূল্যবোধ অর্জনে সক্রিয় হতে হবে। শিক্ষা শুধু সনদ নয় এটি নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের সাথে যুক্ত। সেই শিক্ষা ও মূল্যবোধ নিয়েই যুব সমাজকে জাতি ও দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"
বক্তারা ইয়ুথ ভয়েস-এর এ ধরণের আয়োজনকে তরুণ নেতৃত্ব বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেন। ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ বিশ্বাস করে নেতৃত্ববান, মানবিক ও সচেতন যুবসমাজই আগামীর বাংলাদেশকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে রূপান্তর করতে সক্ষম।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের দেওয়ানহাট ২ নম্বর রেলগেইট সংলগ্ন রেলওয়ের জমিতে রোপণ করা সরকারি গাছ পরিকল্পিতভাবে কেটে ফেলার অভিযোগ উঠেছে সালাউদ্দিন রনি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ভিডিও ফুটেজে ধরা পড়লেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ।স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ জুলাই রাত ৩টা ১৩ মিনিটে সালাউদ্দিন রনি মুখে গামছা বেঁধে রেলওয়ের ত...
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের দেওয়ানহাট ২ নম্বর রেলগেইট সংলগ্ন রেলওয়ের জমিতে রোপণ করা সরকারি গাছ পরিকল্পিতভাবে কেটে ফেলার অভিযোগ উঠেছে সালাউদ্দিন রনি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ভিডিও ফুটেজে ধরা পড়লেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি রেলওয়ে কর্...