অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, “নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যখন সেই পরিবর্তনের ভয় থাকে না, তখন সরকার দানবীয় রূপ ধারণ করে, এর উদাহরণ শেখ হাসিনা।”
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রাইটস সোসাইটি আয়োজিত ১১তম মানবাধিকার সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “মানবাধিকার রক্ষা এখন দেশের জন্য বড় একটি চ্যালেঞ্জ। সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে আইনগত চ্যালেঞ্জ তোলা হচ্ছে, যা মানবাধিকার প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। পাঠ্যক্রমসহ সমাজের সব ক্ষেত্রেই মানবাধিকার চর্চা নিশ্চিত করতে হবে।”
আসিফ নজরুল আরও বলেন, “আইন দিয়ে সব কিছু বদলানো যায় না। কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে আমাদের প্রতিষ্ঠানগুলোকেও বদলাতে হবে। সবচেয়ে বড় কথা, নিজের আচরণ ও মানসিকতার পরিবর্তন না হলে কোনো টেকসই সংস্কার সম্ভব নয়।”
তিনি আরো বলেন, "আইন দিয়ে সব কিছু হয় না, প্রতিষ্ঠান পরিবর্তন করতে হবে। নিজের খাসলত পরিবর্তন করা ছাড়া কোনো কিছুর পরিবর্তন হবে না।"
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৬ জুলাই, ২০২৫
রাজধানীর মিরপুরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে বিনা মূল্যে ফ্ল্যাট দিতে ‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্প নিচ্ছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ৭৬১ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে। মিরপুর ১৪ নম্বর সেকশনের সরকারি জমিতে ৬টি ১৪ তলা ও ১০টি ১০ তলা ভবনে ৮০৪টি ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।এই প্রকল্পসহ...
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
রাজধানীর মিরপুরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে বিনা মূল্যে ফ্ল্যাট দিতে ‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্প নিচ্ছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ৭৬১ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে। মিরপুর ১৪ নম্বর সেক...